মমতার নির্দেশে অভিষেকের নেতৃত্বে ‘উন্নয়নের পাঁচালী সংলাপ’, রানিসায়ের দোরগোড়ায় পৌঁছাল উন্নয়নের বার্তা
রানীগঞ্জ -: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে চলছে ‘উন্নয়নের পাঁচালী সংলাপ’ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শুক্রবার উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হলো রানীগঞ্জ থানার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ডের রানিসায়ের এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায়।
এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার কথা তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। পাশাপাশি, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও মানুষের সমস্যা-অভিযোগ শোনার উদ্যোগও নেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি বিষ্ণু দেব ননিয়া, সাধন সিং, বাপি চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। তাঁদের উপস্থিতিতে রানিসায়ের এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 10, 2026
Rating:


No comments: