অন্ডালে জনপ্রিয়া আবাসনে বাড়ির মান নিয়ে বিস্ফোরক অভিযোগ, বকেয়া না মেটানোয় বিদ্যুৎ বিচ্ছিন্নের দাবি
অন্ডাল -: অন্ডাল এলাকার খন্দ্রায় অবস্থিত জনপ্রিয়া আবাসন প্রকল্পকে ঘিরে বাড়ির নিম্নমান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই আবাসনে বসবাসকারী গৌতম সিংহ নামে এক বাসিন্দা আবাসন সংস্থার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন।
অভিযোগকারীর দাবি, বাড়ির সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও সংস্থার পক্ষ থেকে তাঁর কাছে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। সেই দাবিতে সাড়া না দেওয়ায় চাপ সৃষ্টি করতে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি তিনি জানান, যে বাড়িটি তাঁকে দেওয়া হয়েছে তাতে নির্মাণগত একাধিক ত্রুটি রয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে বাড়ি নির্মাণের ফলে বর্তমানে দেওয়ালে স্যাঁতসেঁতে ভাব, ছাদে জল জমা সহ নানা সমস্যা দেখা দিচ্ছে।
গৌতম সিংহ আরও দাবি করেন, মাত্র কয়েক মাস আগেই তিনি ওই বাড়িটি গ্রহণ করেছিলেন, অথচ এত অল্প সময়ের মধ্যেই বাড়ির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। শুধু তাঁর বাড়িই নয়, পাশের আরেকটি নতুন বাড়িতেও গুরুতর ক্ষতির চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ।
অন্যদিকে, এই বিষয়ে জনপ্রিয়া আবাসন সংস্থার ম্যানেজার অভিযোগ অস্বীকার করে জানান, বাড়িটি সঠিকভাবেই নির্মাণ করে হস্তান্তর করা হয়েছিল। তাঁর দাবি, নির্দিষ্ট সময়ে বাড়ির রক্ষণাবেক্ষণ ও পেইন্ট না করানোর ফলেই বর্তমানে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। তবে বাড়িতে মেরামতির প্রয়োজন হলে সংস্থার পক্ষ থেকে তা করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ম্যানেজার জানান, দুই পক্ষের মধ্যে অর্থ সংক্রান্ত কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা বর্তমানে মিটে গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আবাসন প্রকল্পের নির্মাণমান ও গ্রাহক পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্ডালে জনপ্রিয়া আবাসনে বাড়ির মান নিয়ে বিস্ফোরক অভিযোগ, বকেয়া না মেটানোয় বিদ্যুৎ বিচ্ছিন্নের দাবি
Reviewed by Social Tribal News Journalist
on
January 14, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
January 14, 2026
Rating:

No comments: