সহরায় উৎসবের নামে অর্কেস্ট্রা–ছাপল! কাটোয়ায় ভাইরাল ছবিকে ঘিরে আদিবাসী সংস্কৃতি রক্ষায় বড় প্রশ্ন
কাটোয়া, পূর্ব বর্ধমান -: ১৩ জানুয়ারি ২০২৬:
সহরায় উৎসব বা সহরায় পরবের নামে অর্কেস্ট্রা ও ছাপল অনুষ্ঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার একাধিক আদিবাসী এলাকায়। ভাইরাল ছবিকে কেন্দ্র করে আদিবাসী সমাজের মধ্যে উঠছে সংস্কৃতি রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের দিশা নিয়ে একাধিক প্রশ্ন।
আদিবাসী বুদ্ধিজীবীদের একাংশের দাবি, সহরায় উৎসব আদিবাসী সমাজের এক ঐতিহ্যবাহী পরব—যেখানে ধামসা, মাদল, নাচ-গান এবং নিজস্ব সাংস্কৃতিক চর্চাই মূল আকর্ষণ। এই উৎসবের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে আদিবাসী সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে বাঁচিয়ে রাখা হয়েছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, কিছু কিছু আদিবাসী এলাকায় সহরায় বা সহরায় পরবের নামে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে অর্কেস্ট্রা ও ছাপল প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। যা নিয়ে আদিবাসী সমাজের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে।
এই প্রেক্ষিতে প্রশ্ন উঠতে শুরু করেছে—আদিবাসী সিঙ্গার ও আদিবাসী অর্কেস্ট্রা ম্যানেজাররা কি ইচ্ছাকৃতভাবেই আদিবাসী সমাজকে সাংস্কৃতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছেন? নাকি আধুনিকতার নামে হারিয়ে যাচ্ছে বহু শতাব্দী প্রাচীন ঐতিহ্য?
বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্যবাহী উৎসব বা পরবের নাম ব্যবহার করে যদি এই ধরনের অর্কেস্ট্রা বা ছাপল সংস্কৃতি চলতে থাকে, তবে আদিবাসী সংস্কৃতির মৌলিক চরিত্র বিলুপ্ত হওয়ার আশঙ্কা প্রবল। একইসঙ্গে যুবসমাজ ভুল পথে পরিচালিত হওয়ার ঝুঁকিও বাড়বে বলে মত তাঁদের।
যদিও ভাইরাল ছবির সত্যতা এখনও পর্যন্ত যাচাই করেনি সোশ্যাল ট্রাইব নিউজ। এ বিষয়ে একাধিক আদিবাসী ব্যান্ড ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।
ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী সমাজে নতুন করে আলোচনা শুরু হয়েছে—সহরায় উৎসব কি কেবল বিনোদনের মঞ্চ হয়ে উঠছে, নাকি এর আড়ালে হারিয়ে যাচ্ছে আদিবাসী সমাজের শিকড়?
সহরায় উৎসবের নামে অর্কেস্ট্রা–ছাপল! কাটোয়ায় ভাইরাল ছবিকে ঘিরে আদিবাসী সংস্কৃতি রক্ষায় বড় প্রশ্ন
Reviewed by Social Tribal News Journalist
on
January 12, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
January 12, 2026
Rating:

No comments: