বাঁকুড়া -: এসআইআর (SIR) প্রক্রিয়ায় ৭ নম্বর আপত্তি ফর্ম জমা দেওয়ার সময়সীমা নির্বাচন কমিশন বাড়ালেও বাস্তবে সমস্ত ফর্ম জমা দেওয়া আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল বিজেপি। শাসক দলের সন্ত্রাস ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে শুক্রবার বাঁকুড়া জেলা প্রশাসনের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা।
নির্বাচন কমিশন ৭ নম্বর ফর্ম জমার সময়সীমা আরও চার দিন বাড়ালেও সেই বর্ধিত সময়ের মধ্যে শনিবার ও রবিবার—এই দু’দিন সরকারি ছুটি থাকায় কার্যত সোমবারই শেষ দিন হিসেবে হাতে থাকছে। এই পরিস্থিতিতে শেষ দিনে বিপুল সংখ্যক ফর্ম জমা নেওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিজেপির জনপ্রতিনিধিরা।
এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে বাঁকুড়া জেলা। খাতড়ায় মহকুমা শাসকের দফতরে ৭ নম্বর ফর্ম জমা দিতে গিয়ে তালডাংরা বিধানসভা এলাকার বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের হাতে হেনস্থার শিকার হন বলে অভিযোগ। পরে পুলিশ ওই ঘটনায় তিনজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, ছাতনা বিডিও অফিসে ফর্ম জমা করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে হেনস্থার অভিযোগ ওঠে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপির দাবি, সেখানেও একাধিক কর্মী মারধরের শিকার হন।
এই ধারাবাহিক ঘটনার প্রেক্ষিতে শুক্রবার বাঁকুড়ার জেলা শাসকের দফতরে যান তালডাংরার বিধায়ক নিলাদ্রী শেখর দানা, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী ও ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। জেলা শাসকের সঙ্গে দেখা না হলেও অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তাঁরা। শেষ পর্যন্ত অতিরিক্ত জেলা শাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে দফতর ত্যাগ করেন বিজেপি বিধায়করা।
বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, সোমবারের মধ্যে যদি সমস্ত ৭ নম্বর ফর্ম জমা নেওয়া সম্ভব না হয়, তাহলে আগামী দিনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 17, 2026
Rating:

No comments: