বীরভূম, ইলামবাজার -: এসআইআর (SIR) প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিং ইস্যু’ দেখিয়ে নোটিশ জারি ও কাজের নামে হয়রানির অভিযোগ তুলে বীরভূমের ইলামবাজারে গণইস্তফার নজির গড়লেন বুথ লেভেল অফিসাররা (BLO)। বুধবার, ১৬ জানুয়ারি বিকেলে ইলামবাজার ব্লক অফিসে একযোগে হাজির হয়ে প্রায় ৭০টি বুথের ৭০ জন BLO বিডিও তথা এআরও-র কাছে গণস্বাক্ষরিত ইস্তফাপত্র জমা দেন।
BLO-দের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ইলেকশন কমিশনের নীতিগত অস্পষ্টতা ও আস্থাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যার জেরে তারাও চরম বিভ্রান্তির শিকার হচ্ছেন। কাজের চাপ ও প্রশাসনিক নির্দেশনার অস্পষ্টতায় কার্যত BLO-দের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।
এদিন ইস্তফাপত্র জমা দেওয়ার সময় BLO নাজির হোসেন, গুরুচরণ ব্যানার্জী-সহ আরও অনেকে বলেন,
“এই অমানুষিক ও বিভ্রান্তিকর এসআইআর কাজ থেকে অব্যাহতি না পেলে দায়িত্ব পালন করা সম্ভব নয়।”
বিষয়টি নিয়ে ইলামবাজারের বিডিও ড. অনির্বাণ মজুমদার জানান, BLO-দের সমস্যার কথা তিনি স্বীকার করছেন। তবে একইসঙ্গে তিনি পুনরায় BLO-দের দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও আশ্বাস দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ইলামবাজারে নির্বাচন সংক্রান্ত কাজ ও এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 16, 2026
Rating:

No comments: