কাঁকসা :- গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকের দিকে যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় সড়কের উপরই ট্রেলারটি দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে কাঁকসার বিরুডিহায় বায়ু সেনা ছাউনির গেট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে, কলকাতা-গামী লেনে।
গ্যাস লিকের জেরে নিরাপত্তার স্বার্থে কলকাতা-গামী জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ এবং দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।
এছাড়াও সংশ্লিষ্ট গ্যাস সংস্থার আধিকারিকদের খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে লিক সারানোর কাজ শুরু করেন। দমকল বিভাগের আধিকারিকরা জানান, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তবুও বিপদ এড়াতে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয় এবং এলাকাবাসী ও পথচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, গাড়ির চালক ও খালাসি সময়মতো গাড়ি থামিয়ে নেমে নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনও প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে মেরামতির কাজ চলছিল।
Reviewed by Social Tribal News Journalist
on
January 18, 2026
Rating:


No comments: