রানিগঞ্জে NH-19–এ বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা বেহাল রাস্তার গর্তে উল্টে গেল ভূসা বোঝাই ট্রাক, ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল ব্যাহত
রানিগঞ্জ -: রানিগঞ্জের জাতীয় সড়ক ১৯ (NH-19)–এ সোমবার গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে বসেছিল। বেহাল রাস্তার কারণে বাঁচা গেল বড় বিপদ থেকে। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ রানিগঞ্জের বঁসরা মোড়ের কাছে ভূসা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি আসানসোল থেকে ভূসা বোঝাই করে কলকাতার বসিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। বঁসরা মোড়ের কাছে পৌঁছতেই হঠাৎ করে ট্রাকটি রাস্তার উপরেই উল্টে যায়। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় ট্রাকের চালক ও খালাসি গুরুতরভাবে আহত হননি।
ট্রাক চালক আনোয়ার হুসেন জানান, দুর্ঘটনার মূল কারণ রাস্তার অত্যন্ত খারাপ অবস্থা। তাঁর কথায়,
“রাস্তায় বড় বড় গর্ত আর ভাঙাচোরা অংশের কারণে হঠাৎ গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ চলে যায়, তারপরই ট্রাকটি উল্টে যায়।”
তিনি জানান, তিনি ও তাঁর খালাসি দু’জনেই নিরাপদে রয়েছেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও জাতীয় সড়ক ১৯–এর বেহাল অবস্থার প্রশ্ন উঠে এসেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, দ্রুত রাস্তার সংস্কার না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 13, 2026
Rating:

No comments: