রানীগঞ্জে পাঁচ দিনের বিনামূল্যের কৃত্রিম অঙ্গ বিতরণ শিবির, নতুন জীবনের স্বপ্ন দেখলেন শতাধিক প্রতিবন্ধী
রানীগঞ্জ -: নন্দলাল জালান ফাউন্ডেশন রানীগঞ্জ, সামাজিক সংস্থা সাহস দুর্গাপুর এবং মহাবীর সেবা সদন কলকাতার যৌথ উদ্যোগে গত ৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রানীগঞ্জের বার্নস প্লট ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যের কৃত্রিম অঙ্গ বিতরণ শিবির। পাঁচ দিনের এই মানবিক কর্মসূচিতে শতাধিক প্রতিবন্ধী মানুষকে কৃত্রিম পা, ক্যালিপার, হাত-মোল্ডেড জুতো সহ বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হয়। পঞ্জিকরণের ভিত্তিতে ১৫০ জনেরও বেশি উপভোক্তা এই পরিষেবার সুবিধা পান।
রবিবার কৃত্রিম অঙ্গ প্রদান পর্বে উপভোক্তাদের মুখে স্পষ্ট ছিল আনন্দ ও আত্মবিশ্বাসের ছাপ। এই উপলক্ষে চেম্বার অফ কমার্সের হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এক প্রতিবন্ধী যুবক কৃত্রিম পা পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছে— সে রানীগঞ্জ থেকে পাঞ্জাবি মোড় পর্যন্ত হেঁটে যাবে। তার এই আত্মবিশ্বাস দেখে মনে হয়েছে, যেন সে নতুন জীবন ফিরে পেয়েছে। এ ধরনের সমাজসেবামূলক কাজ প্রতিবন্ধীদের জীবনে নতুন দিশা দেখায়, তাই সকলেরই এগিয়ে এসে সহযোগিতা করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরকে মিশন আসানসোলের মহাসচিব স্বামী সোমতানন্দজি, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, জে এস মেহতা, আর এস সাংঘাই ও বিকেন নেভাটিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান অরুণ ভারতিয়া। তিনি বলেন, এই পরিষেবা প্রকল্প অত্যন্ত সফল হয়েছে। দূর-দূরান্ত থেকেও বহু প্রতিবন্ধী মানুষ এসে এর সুফল পেয়েছেন। তাঁদের মুখের হাসিই আমাদের গর্বের বিষয়।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রধান রাজেন্দ্র প্রসাদ খেতান, ওমপ্রকাশ বাজোরিয়া, রাজীব বাজোরিয়া, হর্ষবর্ধন খেতান, রুবি গড়ওয়াল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সুপরিচিত সমাজসেবী ও এই শিবিরের সমন্বয়ক ওমপ্রকাশ বাজোরিয়া জানান, সারা বছর ধরেই নানা ধরনের সেবামূলক প্রকল্প পরিচালিত হয় এবং বছরে একবার এ ধরনের কৃত্রিম অঙ্গ বিতরণ শিবির আয়োজন করা হয়। উন্নতমানের কৃত্রিম অঙ্গ পেয়ে প্রতিবন্ধীরা নতুন জীবন ফিরে পান—তাঁদের আনন্দ দেখেই আমরা নিজেদের সার্থক মনে করি।
এই মানবিক প্রকল্পকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রজেক্ট চেয়ারম্যান স্বপন লয়ালকা এবং প্রজেক্ট অ্যাডভাইজার সরবন তোড়ী।
Reviewed by Social Tribal News Journalist
on
January 11, 2026
Rating:

No comments: