রানীগঞ্জ -: রানীগঞ্জের সিয়ারসোল রাজওয়াড়ি ময়দানে আজ থেকে শুরু হলো রানীগঞ্জ বইমেলা। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। বুধবার আনুষ্ঠানিকভাবে দীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নবলম, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. উদয় বন্দ্যোপাধ্যায়, জেলা গ্রন্থাগার কমিটির এস. আই. শুশোভন কোনার, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্মানন্দজি মহারাজ-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।
এই উপলক্ষে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশও করা হয়। পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বইমেলায় একটি বিশেষ স্টল বসানো হয়েছে, যার ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যখন বই পড়ার অভ্যাস ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন এই ধরনের বইমেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ ও ভালোবাসা ফেরাতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁদের মত।
Reviewed by Social Tribal News Journalist
on
January 16, 2026
Rating:


No comments: