আসানসোল -: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পুলিশের বড়সড় অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। বারাবনি থানার অন্তর্গত ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন গৌরান্ডি চেকপোস্টে নিয়মিত নাকা তল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ অর্থ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গৌরান্ডি চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় একটি লাল রঙের চারচাকা গাড়িকে সন্দেহজনকভাবে থামানো হয়। গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৯ লক্ষ ১৬ হাজার টাকা নগদ। এত বড় অঙ্কের টাকা দেখে পুলিশও বিস্মিত হয়ে পড়ে।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা ওই অর্থের বৈধ কোনও নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই নগদ অর্থ বিহারের সিওয়ান জেলা থেকে আনা হয়েছিল।
পুলিশ তিনজন অভিযুক্তকেই আটক করে এবং নগদ অর্থসহ সংশ্লিষ্ট গাড়িটি বাজেয়াপ্ত করে। পুলিশের এক আধিকারিক জানান,
“যথাযথ কাগজপত্র না থাকায় নগদ অর্থ ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
বৃহস্পতিবার অভিযুক্তদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে— এই বিপুল অর্থের উৎস কোথায় কী উদ্দেশ্যে টাকা পরিবহণ করা হচ্ছিল এর পিছনে কোনও বড় চক্র বা অবৈধ নেটওয়ার্ক জড়িত আছে কি না
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের সাফল্যে সন্তোষ প্রকাশ করলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এত বড় অঙ্কের নগদ অর্থ কীভাবে দীর্ঘদিন নজরের বাইরে থেকে পরিবহণ করা হচ্ছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সীমান্ত সংলগ্ন এলাকায় আরও কড়া নাকা তল্লাশি, প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো প্রয়োজন। তবেই কালো টাকা, বেআইনি লেনদেন ও অপরাধমূলক নেটওয়ার্কের রাশ টানা সম্ভব হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 16, 2026
Rating:

No comments: