শালতোড়া/বাঁকুড়া -: আজকের দিনে রাজনৈতিক ও সাংগঠনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিল তৃণমূল কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শালতোড়া বিধানসভার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি।
শালতোড়া ব্লকের ঢেকীয়া অঞ্চলের অন্তর্গত গোস্বামিডিহি, মোটুবনী, চন্ডিপুর, মুকুটমনি ও চুয়াবেড়িয়া—এই একাধিক বুথে ঘুরে মানুষের সামনে তুলে ধরা হয় মুখ্যমন্ত্রীর ১৫ বছরের অভূতপূর্ব উন্নয়নের খতিয়ান। ‘উন্নয়নের পাঁচালী’-র মাধ্যমে সরকারের জনমুখী প্রকল্প ও সাফল্যের কথা বিস্তারিতভাবে জানানো হয় সাধারণ মানুষের কাছে।
এই কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসা আগামী দিনের লড়াইয়ে আরও শক্তি জোগাবে বলে জানান দলীয় নেতৃত্ব। এদিন BLA-২ ও বরিষ্ঠ নেতৃত্ববৃন্দদের বিশেষ সংবর্ধনাও জ্ঞাপন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলার উন্নয়নের এই গতি কেউ রুখতে পারবে না। দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রতিটি দরজায় পৌঁছে যাবে উন্নয়নের বার্তা।
স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা— “যতোই করো হামলা, আবার জিতবে বাংলা!”
এর পাশাপাশি, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বাঁকুড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে (ভবনে) অনুষ্ঠিত হয় একটি বিশেষ গুরুত্বসম্পন্ন আলোচনা সভা। এই সভায় জেলা নেতৃত্ববৃন্দদের সঙ্গে উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।
সার্বিকভাবে, শালতোড়া থেকে বাঁকুড়া—দিনভর কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস আবারও স্পষ্ট করল, বাংলার উন্নয়নের পথে দল অটল ও প্রতিশ্রুতিবদ্ধ।
Reviewed by Social Tribal News Journalist
on
January 18, 2026
Rating:


No comments: