কুলটিতে অবৈধ কয়লা খনিতে ধস: মাটির নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু, গুরুতর আহত দুই প্রশাসনিক ব্যর্থতা ও অবৈধ খনন ঘিরে তীব্র রাজনৈতিক তরজা
আসানসোল/কুলটি -: পশ্চিমবঙ্গের আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার বডিরা এলাকায় ফের ভয়াবহ পরিণতি ডেকে আনল অবৈধ কয়লা খনন। অভিযোগ, BCCL-এর একটি পরিত্যক্ত ও অবৈধ কয়লা খনিতে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে কয়লা উত্তোলন চলছিল। সেই সময় হঠাৎ খনির একটি অংশে ধস নামলে কয়লার মাটির নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয় এবং আরও দু’জন গুরুতরভাবে আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ধসের মুহূর্তে খনির ভিতরেই ছিলেন শ্রমিকরা
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় একাধিক ব্যক্তি খনির ভেতরে অবৈধভাবে কয়লা তুলছিলেন। আচমকাই খনির একাংশ ভেঙে পড়ায় তারা বেরিয়ে আসার সুযোগ পাননি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিজেপি বিধায়কের তীব্র অভিযোগ
এই ঘটনাকে কেন্দ্র করে কুলটির বিজেপি বিধায়ক ডা. অজয় পোদ্দার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তোলেন। তিনি বলেন, কুলটি এলাকায় অবৈধ কয়লা ব্যবসা প্রকাশ্যেই চলছে। তাঁর দাবি, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা সংক্রান্ত ফাইল ইডি-র হাত থেকে কেড়ে নেন, অন্যদিকে কুলটি এলাকায় অবাধে কয়লা পাচার চলতে থাকায় আজ তিনজনের প্রাণ গেল এবং দু’জন গুরুতরভাবে আহত হলেন।
ডা. পোদ্দার আরও জানান, মৃত ও আহতরা অবৈধভাবে কয়লা তুলতে এসেছিলেন—এ কথা সত্য হলেও প্রশাসনের ব্যর্থতা ও অবৈধ খনন বন্ধে নিষ্ক্রিয়তার দায় এড়ানো যায় না।
সরকারি নিশ্চিতকরণ এখনও অনুপস্থিত
ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত BCCL-এর তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। পুলিশ প্রশাসনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেনি। তবে সামনে আসা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযোগ অনুযায়ী কয়লা পাচারকারীরা মৃতদেহ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে, যা গোটা ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে।
ফের প্রশ্নের মুখে অবৈধ খনন ও প্রশাসনের ভূমিকা
কুলটি ও পার্শ্ববর্তী এলাকায় অবৈধ কয়লা খননের অভিযোগ নতুন নয়। বারবার এমন মর্মান্তিক ঘটনা সামনে এলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সময়মতো কঠোর পদক্ষেপ নিলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।
বর্তমানে এলাকায় উত্তেজনা রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 13, 2026
Rating:

No comments: