বাঁকুড়া -: বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভার অন্তর্গত শালতোড়া ব্লকের পাবড়া অঞ্চলের একাধিক গ্রামে দিদির ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে অনুষ্ঠিত হলো ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে পাড়ায় পাড়ায় সংলাপের আয়োজন করা হয়।
ক্রমে ডেমরামোল, নিমড়া, বেলেকুড়ি, সুখাইবাইদ ও কাঁটাবাইদ—এই পাঁচটি গ্রামে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলোচনা করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোগত অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।
এদিনের কর্মসূচিতে বিভিন্ন বুথ লেভেল এজেন্ট (BLA-2) এবং দলের বরিষ্ঠ কর্মীদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজ ও দলের প্রতি তাঁদের নিষ্ঠা ও অবদানের জন্য তাঁদের সম্মানিত করা হয়।
স্থানীয় নেতৃত্বের বক্তব্য, মানুষের সঙ্গে সরাসরি কথা বলার মধ্য দিয়ে উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। পাবড়া অঞ্চলের গ্রামবাসীদের উপস্থিতি ও অংশগ্রহণে কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 17, 2026
Rating:


No comments: