বাঁকুড়া :- ফর্ম ৭ জমা দেওয়ার শেষ দিনে ফর্ম জমা করা নিয়ে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ছাতনা ব্লকে। অভিযোগ ফর্ম জমা করা নিয়ে ছাতনা ব্লকের জয়েন্ট বিডিও র সঙ্গে আলোচনার মাঝেই সেখানে দলবল নিয়ে হাজির হয়ে দাদাগিরি দেখাতে শুরু করেন তৃনমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। বিজেপি কর্মীদের মারধোর করে ব্লক থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সূচী অনুযায়ী আজই ৭ নম্বর আপত্তি ফর্ম জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে গোছা গোছা ৭ নম্বর আপত্তি ফর্ম নিয়ে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে বিডিও অফিসে হাজির হন বিজেপি কর্মীরা। আর বিজেপির এই কর্মসূচীকে ঘিরে আজ তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ছাতনা বিডিও অফিসে।
বিজেপির দাবি, জয়েন্ট বিডিওর কক্ষে ঢুকেই পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র দাদাগিরি শুরু করেন এবং মহিলা কর্মী সহ উপস্থিত বিজেপি কর্মীদের উপর চড়াও হন তৃণমূলের লোকজন। মারধর করে তাঁদের জয়েন্ট বিডিওর কক্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বঙ্কিম মিশ্র।
Reviewed by Social Tribal News Journalist
on
January 15, 2026
Rating:

No comments: