আসানসোল -: আসানসোলের বরাকর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া একটি সামান্য বিবাদ ক্রমেই ভয়াবহ সংঘর্ষে পরিণত হলো। শিশু ও কিশোরদের মধ্যে শুরু হওয়া ঝগড়া থেকে পরিস্থিতি গড়ায় গুলিবর্ষণ ও ব্যাপক পাথরছোড়ার ঘটনায়। এর জেরে গোটা বরাকর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বরাকর থানার অন্তর্গত একটি মাঠে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিল। খেলার সময় কথাকাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সোমবার সকালে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুরনো বিবাদকে কেন্দ্র করেই দুই পক্ষ মুখোমুখি হয় এবং আচমকাই গুলিবর্ষণের ঘটনা ঘটে। একইসঙ্গে চলে ব্যাপক ইট-পাথর ছোড়া। এই সংঘর্ষে সাধারণ মানুষ ছাড়াও কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর গোটা বরাকর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেখানে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকাজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলির উৎস ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। পাশাপাশি সাধারণ মানুষকে শান্ত থাকার ও গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, খেলার মাঠে শুরু হওয়া ছোটখাটো বিবাদ আগেভাগে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা গেলে এমন গুরুতর পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। বর্তমানে পুরো এলাকা পুলিশের কড়া নজরদারিতে রয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 12, 2026
Rating:

No comments: