সিঙ্গারণ রক্ষায় জামুড়িয়ায় দু’দিনের পদযাত্রা, নদীর অস্তিত্ব সংকটে—অভিযোগ সিঙ্গারণ নদী বাঁচাও কমিটির
জামুড়িয়া - সিঙ্গারণ সুরক্ষা ও অস্তিত্ব রক্ষার দাবিতে সিঙ্গারণ নদী বাঁচাও কমিটির উদ্যোগে জামুড়িয়ায় দু’দিনের পদযাত্রার আয়োজন করা হয়। এই আন্দোলনকে ঘিরে সংগঠনের কনভেনার অজিত কুমার কোড়া সিঙ্গারণ নদীর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।
অজিত কুমার কোড়া জানান, সিঙ্গারণ অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক নদী, যার সঙ্গে এই সমগ্র এলাকার ইতিহাস গভীরভাবে জড়িত। লোকবিশ্বাস অনুযায়ী, ভবানী পাঠক ও সাধক বামা খেঁপা এই নদীর জল ব্যবহার করেই সিঙ্গারণ মা কালীর মূর্তির পূজা-অর্চনা করেছিলেন। এই পবিত্র নদীর জলেই মা কালীর আরাধনা সম্পন্ন হত।
তিনি আক্ষেপের সঙ্গে বলেন, আজ সেই ঐতিহাসিক নদীকেই পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। বিশেষ করে জামুড়িয়া থেকে বেলবাঁদ পর্যন্ত সিঙ্গারণ নদীর অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, কারখানা মালিকরা ব্যাপকভাবে নদীর উপর অবৈধ দখল চালিয়েছেন। একসময় প্রায় ২০০ ফুট চওড়া নদীটি আজ সঙ্কুচিত হয়ে মাত্র ২০ ফুটের নালায় পরিণত হয়েছে।
অজিত কুমার কোড়া আরও জানান, এই নদীর দুরবস্থা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, আসানসোলে কোনও পুকুর ভরাট হলে মুখ্যমন্ত্রীর বক্তব্য আসে, অথচ একটি ঐতিহাসিক ও পবিত্র নদী ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সরকারের নীরবতা সত্যিই বিস্ময়কর।
তিনি বলেন, সিঙ্গারণ নদী জামুড়িয়ার আখলপুর থেকে উৎপন্ন হয়ে দুর্গাপুরের ওয়ারিয়া পর্যন্ত প্রবাহিত। কিন্তু শিল্পকারখানার অবৈধ দখল ও দূষণের কারণে নদীতীরবর্তী গ্রামের মানুষজন চরম সমস্যার মুখে পড়েছেন। আগে গ্রামবাসীরা এই নদীর জল দৈনন্দিন কাজে ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে নদীর জল ব্যবহার করলে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।
সংগঠনের কনভেনার স্পষ্ট ভাষায় দাবি জানান, প্রশাসনের উচিত অবিলম্বে এই গুরুতর বিষয়ে হস্তক্ষেপ করা। সিংহারন নদী শুধু পরিবেশগত দিক থেকেই নয়, ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় থাকতে যদি এই নদী রক্ষায় কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই অমূল্য ঐতিহ্য চিরতরে হারিয়ে যেতে পারে—এমনই সতর্কবার্তা দেন তিনি।
Reviewed by Social Tribal News Journalist
on
January 17, 2026
Rating:

No comments: