মালদা -: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদা সফর এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের ঠিক আগে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। সামসি স্টেশন রোড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করেছে সামসি পুলিশ ফাঁড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবকের নাম পুস্তম রায়। সে মালদা জেলার ঝলঝলিয়া এলাকার বাসিন্দা।
সামসি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রামচন্দ্র সাহা শুক্রবার জানান, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় দু’টো নাগাদ ওই যুবক একটি ব্যাগ হাতে সামসি রেলস্টেশনের দিক থেকে এগ্রিল হাই স্কুলের দিকে যাচ্ছিল। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সারা এলাকায় রাতভর কড়া পুলিশি টহল চলছিল।
ডিউটিতে থাকা এএসআই বরুণ দেবনাথের নেতৃত্বাধীন পুলিশ দল যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রশ্নের উত্তরে অসঙ্গতি ধরা পড়লে ব্যাগে তল্লাশি চালানো হয়। তাতেই চাঞ্চল্য—ব্যাগের ভিতর চাদরে মোড়া অবস্থায় উদ্ধার হয় দুটি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ। সঙ্গে সঙ্গে যুবককে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত ভিনরাজ্য থেকে আগ্নেয়াস্ত্র এনে জেলায় কোনও বড়সড় ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে এই অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে শুরু হয়েছে গভীর তদন্ত।
ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি পুলিশি তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
Reviewed by Social Tribal News Journalist
on
January 16, 2026
Rating:

No comments: