আসানসোল -: আসানসোলের প্রবীণ ও সম্মানিত সাংবাদিক পরিতোষ সান্যাল (সান্যাল কাকু)-এর প্রয়াণে গোটা শহর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাংবাদিকতা জগতের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও বৌদ্ধিক ক্ষেত্রেও তাঁর অবদান আজ সকলের স্মৃতিতে উজ্জ্বল হয়ে উঠেছে।
প্রয়াত পরিতোষ সান্যালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ। তিনি জানান, পরিতোষ সান্যাল শুধুমাত্র একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন নতুন প্রজন্মের সাংবাদিকদের পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস।
শোকবার্তায় কৃষ্ণা প্রসাদ বলেন,
“সান্যাল কাকু সারা জীবন সততা ও নির্ভীকতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি সর্বদা সত্য, সমাজ ও সাধারণ মানুষের কণ্ঠস্বরকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর প্রয়াণ আসানসোলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, কয়েক দশক ধরে নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজকে সচেতন করার পাশাপাশি বহু তরুণ সাংবাদিককে সঠিক দিশা দেখিয়েছেন পরিতোষ সান্যাল। তাঁর লেখনীতে সত্য, সংবেদনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা স্পষ্টভাবে প্রতিফলিত হতো।
সান্যাল কাকুর সরল জীবনযাপন, বিনয়ী আচরণ ও সাংবাদিকতার প্রতি অগাধ নিষ্ঠা তাঁকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর প্রয়াণে স্থানীয় মিডিয়া জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
এদিকে শহরের বিভিন্ন সাংবাদিক, সামাজিক সংগঠন, বুদ্ধিজীবী ও সাধারণ নাগরিকরাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রয়াত সাংবাদিককে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 18, 2026
Rating:

No comments: