আসানসোল -: আসানসোল পুলিশ লাইনে নবনির্মিত মহিলা ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ADPC)-এর কমিশনার অফ পুলিশ সুনীল কুমার চৌধুরী ফিতা কেটে এই মহিলা ব্যারাকের শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অরবিন্দ কুমার আনন্দ, ডেপুটি কমিশনার অফ পুলিশ (হেডকোয়ার্টার্স), ADPC-সহ কমিশনারেটের একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা।
নতুন এই মহিলা ব্যারাকটি মহিলা পুলিশকর্মীদের জন্য উন্নত আবাসিক সুবিধা, সুরক্ষিত পরিবেশ এবং কাজের উপযোগী অনুকূল পরিকাঠামো নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই উপলক্ষে কমিশনার অফ পুলিশ সুনীল কুমার চৌধুরী বলেন, মহিলা পুলিশকর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে ADPC নিরন্তর কাজ করে চলেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন ব্যারাক মহিলা পুলিশের মনোবল বৃদ্ধির পাশাপাশি তাঁদের কর্মদক্ষতায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান চলাকালীন আধিকারিকরা নতুন ব্যারাকের গঠন, আধুনিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার পরিদর্শন করেন। উপস্থিত সকলেই এই উদ্যোগের প্রশংসা করে একে পশ্চিমবঙ্গ পুলিশের প্রগতিশীল ও সংবেদনশীল মনোভাবের প্রতীক বলে উল্লেখ করেন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 17, 2026
Rating:

No comments: