জামুড়িয়া -: জর্জর রাস্তা, পানীয় জলের সংকট ও পরিবেশ দূষণের তীব্র সমস্যার প্রতিবাদে রবিবার জামুড়িয়ায় পথ অবরোধ কর্মসূচি পালন করল সিপিআই(এম) জামুড়িয়া এরিয়া কমিটি। এদিন ইকড়া স্টেশনের কাছে জামুড়িয়া–হরিপুর রাস্তায় প্রায় এক ঘণ্টা ধরে অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে সমস্যা সমাধান নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করানোর আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা মনোজ দত্ত, তাপস কবি, সমিতি কবি, সঞ্জয় চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, “জামুড়িয়া থেকে চাঁকদোলা মোড় পর্যন্ত রাস্তা সম্পূর্ণভাবে জর্জরিত হয়ে পড়েছে। এর ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে এই রাস্তার সংস্কার জরুরি।”
তিনি আরও বলেন, জামুড়িয়ার অন্যতম বড় সমস্যা হলো পরিবেশ দূষণ, যা জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। পাশাপাশি পানীয় জলের তীব্র সংকটে গোটা এলাকায় হাহাকার চলছে বলেও তিনি জানান এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 18, 2026
Rating:

No comments: