রানীগঞ্জ -: রানিগঞ্জের বাসড়া এলাকায় অবস্থিত শুভোদর্শনী হাসপাতালে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। চিকিৎসায় গাফিলতি, হাসপাতাল কর্মীদের দুর্ব্যবহার কিংবা কর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ—এর আগেও একাধিকবার এই হাসপাতালকে ঘিরে বিতর্ক দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হল ডায়ালিসিস ইউনিট বন্ধের অভিযোগ।
রোগীর পরিজনদের অভিযোগ, কোনো রকম পূর্ব নোটিস ছাড়াই হঠাৎ করে হাসপাতালের ডায়ালিসিস ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে এখানে ভর্তি থাকা ডায়ালিসিস-নির্ভর রোগীদের প্রাণ নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছে। পরিজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়ে দিয়েছে যে রোগীদের অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। এমনকি হাসপাতাল বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে বলে অভিযোগ।
এক রোগীর পরিজন জানান, “আমাদের রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক। অন্য হাসপাতালে এখনই শয্যা খালি নেই। এমন পরিস্থিতিতে হঠাৎ করে ডায়ালিসিস বন্ধ করে দেওয়া হয়েছে। যদি রোগীর কোনো ক্ষতি হয়, তার সম্পূর্ণ দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।”
রোগীর পরিবারগুলোর একমাত্র দাবি—অবিলম্বে ডায়ালিসিস ইউনিট পুনরায় চালু করা হোক, যাতে রোগীদের জীবন রক্ষা করা যায়।
এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Reviewed by Social Tribal News Journalist
on
January 15, 2026
Rating:

No comments: