দক্ষিণ দিনাজপুর -: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দক্ষিণ দিনাজপুরবাসীর। বালুরঘাট থেকে সরাসরি বেঙ্গালুরু যাওয়ার স্বপ্ন এবার বাস্তবের পথে। আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদা সফরকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হতে চলেছে। সেই তালিকাতেই অন্যতম চমক—বালুরঘাট–বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন।
মালদা থেকেই নতুন ট্রেন পরিষেবার সূচনা
রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মালদা থেকে একসঙ্গে একাধিক নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস—যা দেশের প্রথম দীর্ঘপথের বন্দে ভারত স্লিপার সংস্করণ। আধুনিক স্লিপার কোচ, স্বয়ংক্রিয় দরজা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও উচ্চগতির সুবিধা নিয়ে এই ট্রেন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ আরও মজবুত করবে।
দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি যোগসূত্র
একই দিনে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত বালুরঘাট–SMVT বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। প্রস্তাবিত ট্রেনটির টার্মিনাল হবে বেঙ্গালুরুর Sir M. Visvesvaraya Terminal (SMVT)।
রেল আধিকারিকদের মতে, এই পরিষেবা চালু হলে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকার মানুষ সরাসরি দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত হবেন। বিশেষ করে বেঙ্গালুরুর আইটি হাবে কর্মরত চাকরিজীবী, পড়ুয়া ও চিকিৎসার জন্য দক্ষিণে যাতায়াতকারী রোগী ও তাঁদের পরিবার বড়সড় সুবিধা পাবেন।
যদিও ট্রেনটির রুট, সময়সূচি ও কোচ বিন্যাস এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে এটি সাপ্তাহিক পরিষেবা হিসেবেই চালু হবে বলে জানা গিয়েছে।
রাধিকাপুর পর্যন্ত দক্ষিণ ভারতের সংযোগ
রেল দপ্তরের পরিকল্পনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে—বেঙ্গালুরু–রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন চালু হলে আন্তর্জাতিক সীমান্তবর্তী রাধিকাপুর স্টেশন পর্যন্ত দক্ষিণ ভারতের সরাসরি রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। ফলে সীমান্ত অঞ্চল ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার যাত্রীদের যাতায়াত হবে সহজ ও সময়সাশ্রয়ী।
বালুরঘাটের রেল মানচিত্রে বড় পরিবর্তন
এই নতুন ট্রেন পরিষেবাগুলি চালু হলে বালুরঘাটের রেল মানচিত্রে আমূল পরিবর্তন আসবে। এতদিন কলকাতা বা অন্য বড় জংশন ঘুরে বেঙ্গালুরু যেতে হলেও, এবার বালুরঘাট বা রাধিকাপুর থেকেই সরাসরি দক্ষিণ ভারতের উদ্দেশে যাত্রা করা সম্ভব হবে।
কী বললেন সাংসদ সুকান্ত মজুমদার
এ প্রসঙ্গে বালুরঘাট লোকসভার সাংসদ ডা. সুকান্ত মজুমদার বলেন,
“এটি দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য ঐতিহাসিক সুখবর। বহুদিনের স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বাস্তবায়িত হতে চলেছে। আগামী ১৭ জানুয়ারি মালদা থেকে বালুরঘাট–বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক ঘোষণা হবে।”
তিনি জানান, এই রেল পরিষেবা চালুর জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বালুরঘাট লোকসভার সকল নাগরিকের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাজনৈতিক কটাক্ষও উঠে এল
রাজনৈতিক প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,
“গত ৭ জানুয়ারি তিনি আমার সংসদীয় এলাকায় এসে বলেছিলেন—কথা দিয়ে কথা রাখতে পারলে তবেই ভোট চাইতে। আমরা কথা দিলে কথা রাখি। এবার তৃণমূলের নেতা-কর্মীরা যেন তাঁদের নেতার কথাই মেনে বিজেপিকে ভোট দেন।”
Reviewed by Social Tribal News Journalist
on
January 11, 2026
Rating:

No comments: