রানীগঞ্জ -: রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজোড়া এলাকায় বিজেপি মণ্ডল ২-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘পরিবর্তন সভা’। এই সভায় বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় নেতৃত্ব দেন বিজেপি নেত্রী আশা শর্মা। তিনি উপস্থিত জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, উন্নয়নমূলক কাজ ও আসন্ন নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি এলাকায় গৃহীত ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং নতুন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।
সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশলের উপর। এই সভায় উপস্থিত সাধারণ মানুষও তাঁদের মতামত, প্রস্তাব ও সমস্যার কথা তুলে ধরেন, যার ফলে গোটা অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসাহে ভরপুর।
উপস্থিত বক্তারা জানান, এ ধরনের ‘পরিবর্তন সভা’ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও যোগাযোগ আরও দৃঢ় করে। সভার মূল উদ্দেশ্য হিসেবে এলাকার সর্বাঙ্গীণ উন্নয়ন সাধন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আরও জোরালোভাবে তুলে ধরা—এই বার্তাই তুলে ধরা হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 10, 2026
Rating:

No comments: