মঙ্গলপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল চারচাকা গাড়ি, গুরুতর আহত চালক
রাণীগঞ্জ -: মঙ্গলপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। সূত্র মারফত জানা যায়, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়িতে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই চারচাকা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাণীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। পুলিশ গাড়ির ভেতর থেকে গুরুতর জখম অবস্থায় চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় পরে কিছুক্ষনের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল চারচাকা গাড়ি, গুরুতর আহত চালক
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:

No comments: