কাঁকসায় বেসরকারি ইস্পাত কারখানায় দুর্ঘটনা, পাইপ চাপা পড়ে মৃত্যু যুবকের নিরাপত্তার গাফিলতির অভিযোগে কারখানা ঘেরাও করে বিক্ষোভ আদিবাসীদের
কাঁকসা -: কাঁকসার বাঁশকোপা এলাকায় একটি বেসরকারি ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম তপন টুডু (৩২)। তিনি বুদবুদের দেবসালা এলাকার বাসিন্দা।
সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই বুধবার রাতে নাইট শিফটে কাজে গিয়েছিলেন তপন। কাজ চলাকালীন হঠাৎই একটি ভারী পাইপ তাঁর ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই দেবসালা এলাকার আদিবাসী বাসিন্দারা নিরাপত্তার চরম গাফিলতি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নিহতের পরিবারের জন্য দ্রুত ক্ষতিপূরণ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
Reviewed by Social Tribal News Journalist
on
January 15, 2026
Rating:


No comments: