জামুড়িয়া বিডিও অফিসে শুনানিকে ঘিরে বিজেপি–তৃণমূল তীব্র সংঘর্ষ, মারধরে আহত উভয় পক্ষ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
সংবাদদাতা, জামুড়িয়া -: জামুড়িয়া বিডিও অফিসে নির্বাচন সংক্রান্ত শুনানির সময় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটলো একে অপরের বিরুদ্ধে। মারধরের অভিযোগ তুলেছে দুই রাজনৈতিক দলই। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
বিজেপির অভিযোগ, গতকাল নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইআরও (Electoral Registration Officer) বিজেপিকে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই বিজেপি কর্মী ও সমর্থকেরা জামুড়িয়া বিডিও অফিসে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পান, তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা পুরো এলাকা ঘিরে রেখেছে। বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় এবং লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতা গোপিপাত্রের পাল্টা অভিযোগ, বিজেপির কর্মী–সমর্থকরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিলেন এবং প্রকৃত ভোটারদের হেনস্থা করছিলেন। সেই খবর পেয়েই তৃণমূলের কর্মী ও সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয় বলে দাবি করেন তিনি।
এদিকে বিজেপি নেতা সন্তোষ সিং অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই গণতন্ত্রকে হত্যা করে চলেছে এবং আজকের ঘটনাও তারই জ্বলন্ত উদাহরণ। তাঁর দাবি, তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা দলবল নিয়ে প্রশাসনিক দপ্তরের সামনে ভিড় জমান। সেই সময় বিজেপির কর্মীরা ৭ নম্বর ফর্ম জমা দিতে গেলে তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:

No comments: