নন্দীগ্রামে শুরু হচ্ছে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মিলবে উন্নত চিকিৎসা পরিষেবা
পূর্ব মেদিনীপুর -: ডায়মন্ড হারবারের সাফল্যের পর এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। বৃহস্পতিবার থেকে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় প্রথম ধাপে দুইটি ব্লকে দুইটি মডেল স্বাস্থ্য শিবির চালু হচ্ছে।
এই মডেল শিবিরগুলির উদ্বোধন করবেন নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনে গুলিবর্ষণে শহিদ হওয়া পরিবারের সদস্যরা। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে দুইটি শিবির পরিদর্শন করবেন।
জানা গেছে, ১৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির চলবে। একটি মডেল শিবির নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন এলাকায় এবং অপরটি খোড়ামবাড়ি অঞ্চলে স্থাপন করা হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আদলে গড়ে তোলা হয়েছে এই শিবিরগুলির পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে ডায়মন্ড হারবারে একযোগে দুইটি সেবাশ্রয় স্বাস্থ্য শিবির পরিচালিত হচ্ছে।
দীর্ঘদিন ধরেই নন্দীগ্রামের মানুষ ও স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের দাবি ছিল, ডায়মন্ড হারবারের মতো বৃহৎ স্বাস্থ্য শিবির নন্দীগ্রামেও চালু করা হোক। সেই দাবিকেই সম্মান জানিয়ে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় সেবাশ্রয় শিবির আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সময় স্বল্পতার কারণে আপাতত দুইটি মডেল শিবির চালু করা হলেও, ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ে যে সমস্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, তার সবকিছুই এখানে মিলবে বলে জানানো হয়েছে। একটি শিবিরের দায়িত্বে রয়েছেন তৃণমূল নেতা ঋজু দত্ত এবং অপরটির তত্ত্বাবধানে থাকবেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।
ঋজু দত্ত জানান, এই মডেল শিবিরগুলিতে আইসিইউ পরিষেবার পাশাপাশি ইউএসজি, ইসিজি, এক্স-রে, রক্ত পরীক্ষা-সহ নানা ধরনের আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে। প্রয়োজন হলে সিটি স্ক্যানের ব্যবস্থাও করা হবে। পাশাপাশি কার্যকর রেফারেল ব্যবস্থাও চালু থাকবে। প্রতিটি শিবিরে অন্তত ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। প্রথম সাত দিনের চিকিৎসার পর ফলো-আপের জন্য দুই শিবিরেই আলাদা রিভিউ বুথ খোলা হবে।
ডায়মন্ড হারবারের মতো নন্দীগ্রামেও চক্ষু রোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা পরিষেবা দেবেন। প্রতিটি শিবিরে স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ান মিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০ জন কর্মী থাকবেন। পাশাপাশি রোগীদের পঞ্জিকরণ থেকে শুরু করে সার্বিক সহায়তার জন্য শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
তৃণমূল নেতৃত্বের আশা, এই দুইটি মডেল সেবাশ্রয় শিবিরে শুধু নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য বিধানসভা এলাকার মানুষও চিকিৎসার জন্য আসবেন। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
Reviewed by Social Tribal News Journalist
on
January 14, 2026
Rating:

No comments: