জামুড়িয়া -: জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি এলাকার কুনুস্টোড়িয়া মোড়ে শনিবার গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর এক কর্মীর। মৃত ব্যক্তির নাম সুকুমার বন্দ্যোপাধ্যায় (৫৬)। তিনি রাজবাড়ির বাবুপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুকুমার বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ডিউটির উদ্দেশ্যে কুনুস্টোড়িয়া কোলিয়ারিতে যাচ্ছিলেন। সেই সময় জাতীয় সড়ক ৬০-এর কুনুস্টোড়িয়া মোড়ের কাছে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
এই ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। শনিবার সকালে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় এবং মৃত কর্মীর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
এ বিষয়ে শ্রমিক নেতা রাজু মুখোপাধ্যায় জানান, শুক্রবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিট নাগাদ পথ দুর্ঘটনায় সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ নিয়ে কেকেএসসি-র সেক্রেটারির সঙ্গে কোলিয়ারির এজেন্টের আলোচনা হয় এবং শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 17, 2026
Rating:

No comments: