রানিগঞ্জের কন্যা আরোহী চ্যাটার্জির ঐতিহাসিক সাফল্য — ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ খেতাব জিতে গর্বিত পশ্চিম বর্ধমান
রানিগঞ্জ -: পশ্চিম বর্ধমান জেলা তথা রানিগঞ্জের জন্য এক গর্বের ও স্মরণীয় মুহূর্ত। রানিগঞ্জের কৃতী কন্যা আরোহী চ্যাটার্জি রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় ‘জুনিয়র মিস ইন্ডিয়া’-র মর্যাদাপূর্ণ খেতাব জয় করে গোটা এলাকার মুখ উজ্জ্বল করেছে।
আরোহী আসানসোলের উষাগ্রাম হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। দেশজুড়ে বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিভাবান প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তিনটি রাউন্ডই সফলভাবে অতিক্রম করেছে সে। তার আত্মবিশ্বাস, প্রতিভা ও কঠোর পরিশ্রমে মুগ্ধ হন বিচারকরা।
সাফল্যের পর আরোহী জানায়, ভবিষ্যতে মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্স খেতাব জয়ই তার লক্ষ্য, যার প্রস্তুতি সে ইতিমধ্যেই শুরু করেছে।
আরোহীর বাবা অরিজিৎ চ্যাটার্জি, পেশায় একজন গায়ক ও ব্যান্ড পারফর্মার এবং মা রীমা রায় চ্যাটার্জি, একজন ব্যবসায়ী। কন্যার এই কৃতিত্বে তাঁরা দু’জনেই অত্যন্ত গর্বিত এবং জানিয়েছেন, আরোহীর স্বপ্নপূরণে সবসময় পাশে থাকবেন।
আরোহীর মেন্টর সন্দীপ বোস এই জাতীয় স্তরের সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “আরোহীর কৃতিত্ব আমাদের সকলের জন্য গর্বের। ভবিষ্যতেও তার পথচলায় আমি সর্বাত্মক সহযোগিতা করব।”
এই ঐতিহাসিক সাফল্যে রানিগঞ্জ, আসানসোল ও গোটা পশ্চিম বর্ধমানে আনন্দের আবহ তৈরি হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 16, 2026
Rating:

No comments: