এসআইআর নিয়ে জামুড়িয়া বিডিও দফতরে বিজেপির সরব প্রতিবাদ, নির্বাচন কর্মকর্তাদের ‘সিয়ানা পাগল’ বললেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
জামুড়িয়া, পশ্চিম বর্ধমান -: শনিবার এসআইআর (SIR) সংক্রান্ত আলোচনাকে কেন্দ্র করে জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দফতরে উপস্থিত হন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সেখানে তিনি এসআইআর প্রক্রিয়ায় যুক্ত নির্বাচন দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের উদ্দেশে ‘সিয়ানা পাগল’ মন্তব্য করেন।
উল্লেখ্য, শুক্রবার গোটা জেলা জুড়ে ফর্ম–৭ জমা না নেওয়ার অভিযোগে বিজেপির তরফে একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মহকুমা শাসকের দফতর থেকে শুরু করে বিভিন্ন বিডিও অফিসে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা প্রতিবাদে সামিল হন। অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও এআরও ও ইআরও ফর্ম–৭ গ্রহণ করেননি।
এই দাবিকেই সামনে রেখে শুক্রবার জামুড়িয়া বিডিও দফতরেও বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তার পরদিন শনিবার এসআইআর সংক্রান্ত আলোচনার জন্য জামুড়িয়া বিডিও দফতরে পৌঁছন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
সেখানে তিনি বলেন,
“আমরা আজ ফর্ম–৭ জমা দিতে এসেছি। গতকাল নির্বাচন কমিশন সরাসরি এআরও ও ইআরও-কে নির্দেশ দিয়েছে—যে সব ফর্ম তারা নিতে চাইছিল না, সেগুলি অবশ্যই জমা নিতে হবে।”
তিনি আরও দাবি করেন,
“যে কেউ এসে ফর্ম–৭ জমা দিতে পারে এবং এআরও ও ইআরও-র তা গ্রহণ করা বাধ্যতামূলক। এতদিন তাঁরা গাফিলতি করেছেন। এখন চাপ বাড়তেই বলছেন, সন্ধ্যার মধ্যে ফর্ম জমা নিতে পারবেন।”
ভেরিফিকেশন প্রসঙ্গে বিজেপি নেত্রী স্পষ্ট করে বলেন,
“আমরা সময়ের মধ্যেই যাচাই করব। কিন্তু যদি ১৯ তারিখের মধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ না হয়, তাহলে আবার আইনি পথে হাঁটতে বাধ্য হব।”
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ করেন, স্থানীয় নির্বাচন আধিকারিকরা মুখে নির্বাচন কমিশনের নির্দেশ মানার কথা বললেও বাস্তবে তা করছেন না। তাঁর দাবি, রাজ্য সরকারের অতিরিক্ত চাপের কারণেই নির্বাচন দফতরের আধিকারিকরা সঠিকভাবে কাজ করছেন না।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন,
“নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ—ইআরও ও এএইআরও-কে ফর্ম–৭ জমা নিতে হবে। যদি এখানকার নির্বাচন আধিকারিকরা সেই নির্দেশ না মানেন, তাহলে তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হবে।”
Reviewed by Social Tribal News Journalist
on
January 17, 2026
Rating:

No comments: