রানীগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদের বনভোজ ও সাংগঠনিক বৈঠক, মধ্য বঙ্গ প্রদেশে সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার
রানীগঞ্জ -: বিশ্ব হিন্দু পরিষদ, রানীগঞ্জ প্রখণ্ডের উদ্যোগে মথুরা চণ্ডী দামোদর নদীর তীরে এক বনভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে মধ্য বঙ্গ প্রদেশে সংগঠনের কার্যক্রম আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য বঙ্গ প্রদেশ সংগঠন মন্ত্রী বিজয় পাত্র এবং মধ্য বঙ্গ প্রদেশের কোষাধ্যক্ষ সঞ্জয় রাম। তাঁরা দু’জনই সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত কার্যকর্তাদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের আসানসোল জেলা সভাপতি মনীষ শর্মা ও জেলা সম্পাদক তেজ প্রতাপ সিং সংগঠনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা ব্যাখ্যা করেন। পাশাপাশি রানীগঞ্জ প্রখণ্ড সম্পাদক বিশ্বজিৎ গড়াই প্রখণ্ড স্তরে সংগঠন বিস্তার ও বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন।
এই কর্মসূচিতে অমরজিৎ রবিদাস, প্রমোদ রাবানি, রিতেশ দত্ত, রাহুল সিং ও বিহু মণ্ডল-সহ বহু সংখ্যক কার্যকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে সামাজিক সমरसতা, সংগঠনের দৃঢ়তা এবং আগাম কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানের শেষে সকল পদাধিকারী ও কার্যকর্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য ও আদর্শ জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া এবং হিন্দু সমাজকে আরও সংগঠিত করার শপথ গ্রহণ করেন
Reviewed by Social Tribal News Journalist
on
January 12, 2026
Rating:

No comments: