এসআইআর প্রক্রিয়ায় ফর্ম-৭ না নেওয়ার অভিযোগে পশ্চিম বর্ধমানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ
রানিগঞ্জ -: এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় ফর্ম-৭ গ্রহণ না করার অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলো বিজেপি। অভিযোগ, ইআরও (ERO) ইচ্ছাকৃতভাবে ফর্ম-৭ গ্রহণ করছে না। এই প্রতিবাদে জেলাজুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ ও ধর্না কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিজেপি পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে জেলা শাসক কার্যালয়ের সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার আগে বুধবার রানিগঞ্জ বিধানসভা এলাকার টিডিবি কলেজে এসআইআর প্রক্রিয়ায় মাত্র ১০টি ফর্ম-৭ গ্রহণ করা হয় বলে অভিযোগ। এরপরই বিজেপির রানিগঞ্জ বিধানসভা ইনচার্জ আশা শর্মার নেতৃত্বে বিজেপি কর্মীরা ধর্নায় বসেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি শমশের সিং, বিধানসভা কনভেনর দিনেশ সোনি, বিএলএ-১, বিএলএ-২ সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী।
বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে আশা শর্মা বলেন, “নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় দিয়েছিল, যার মধ্যে ভোটার তালিকায় নাম সংক্রান্ত কোনও ভুল থাকলে ফর্ম-৭ জমা দিয়ে অভিযোগ জানানো যাবে। কিন্তু বিজেপির বিএলএরা যখন ফর্ম-৭ নিয়ে আইআরও-র কাছে যাচ্ছেন, তখন তা গ্রহণ করা হচ্ছে না।”
তিনি আরও অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে অযোগ্য নাম ভোটার তালিকায় রাখতে চাইছে। কারণ অযোগ্য ভোটারদের তালিকায় রেখে তৃণমূল নির্বাচনে জয় পেতে চায়। তৃণমূলের ইশারাতেই ইআরও ফর্ম-৭ গ্রহণ করছেন না, যা একজন নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে তাঁর করার কথা নয়।”
আশা শর্মার দাবি, “সারা দেশেই এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে চলছে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে সমস্যা সৃষ্টি করছে।”
তিনি স্পষ্টভাবে জানান, “এই ঘটনার প্রতিবাদে আজ ধর্না কর্মসূচি পালন করা হচ্ছে এবং আগামীকাল থেকে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে।”
Reviewed by Social Tribal News Journalist
on
January 15, 2026
Rating:

No comments: