রানীগঞ্জ :- রাণীগঞ্জে চলমান প্রবল শীতের কথা মাথায় রেখে মানবতার এক অনন্য নিদর্শন স্থাপন করলেন রাণীগঞ্জের প্রখ্যাত চিকিৎসক ও বিজেপি নেতা ড. বিজন মুখোপাধ্যায়। তাঁর উদ্যোগে আজ রাণীগঞ্জ মাজার শরিফের বাইরে অবস্থানরত প্রায় ৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে শীতকাতুরে মানুষগুলোর মুখে স্পষ্টভাবে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। এই মানবিক কর্মসূচির প্রসঙ্গে ড. বিজন মুখোপাধ্যায় জানান, কয়েক দিন আগে তিনি মাজার শরিফ এলাকা দিয়ে যাওয়ার সময় দেখেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে বহু মানুষ খোলা আকাশের নীচে বসে রয়েছেন। কনকনে শীতে তাঁদের করুণ অবস্থা দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং তখনই তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, গতকাল তাঁর পিতার জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যেই এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। ড. মুখোপাধ্যায়ের কথায়, সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করাই প্রকৃত সেবা, এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কাজ অব্যাহত থাকবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, ড. বিজন মুখোপাধ্যায়ের এই মানবিক পদক্ষেপ সমাজে এক ইতিবাচক বার্তা দেয় এবং কঠিন সময়ে অসহায় মানুষদের বড় ভরসা জোগায়। পাশাপাশি, এই ধরনের কাজ সমাজের অন্যদেরও মানবসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
কনকনে ঠান্ডায় করুণার হাত: রাণীগঞ্জ মাজার শরিফে মানবিক উদ্যোগ ড. বিজন মুখোপাধ্যায়ের
Reviewed by Social Tribal News Journalist
on
January 14, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
January 14, 2026
Rating:

No comments: