আসানসোল -: শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক উদ্যোগে এগিয়ে এল পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলন, আসানসোল শিল্পাঞ্চল শাখা। বৃহস্পতিবার আসানসোলের জিটি রোড সংলগ্ন মহাবীর স্থান মন্দির প্রাঙ্গণে প্রায় ২০০ জন দুঃস্থ ও প্রয়োজনীয় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি নরেশ আগরওয়াল-এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুন্ডু, এমএমআইসি গুরদাস চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, মহাবীর স্থান সেবা সমিতির সম্পাদক অরুণ শর্মা, সমাজসেবী নথমল শর্মা, পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের সম্পাদক অনিল মোহাঙ্কা, কোষাধ্যক্ষ আনন্দ পারিক, অভিষেক কেডিয়া, মুকেশ শর্মা, তৃণমূল নেতা ভানু বোস-সহ সংগঠনের বহু পদাধিকারী ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে সম্মেলনের পক্ষ থেকে আগত অতিথি ও সংগঠনের সিনিয়র সদস্যদের খাদা পরিয়ে সম্মান জানানো হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক মারোয়ারি সম্মেলনের ভূয়সী প্রশংসা করে বলেন, “এই সংগঠন সময়ে সময়ে যে সামাজিক কাজগুলি করে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। কনকনে শীতে কম্বল বিতরণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ, যা বহু দরিদ্র পরিবারের উপকারে আসবে।” তিনি আরও বলেন, সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করলেও সমাজসেবী সংগঠনগুলির এমন উদ্যোগ সরকারের কাজকে আরও শক্তিশালী করে।
আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “এটি প্রথম নয়, আগেও মারোয়ারি সমাজ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। গ্রীষ্মকালে শীতল পানীয়ের ব্যবস্থা, রক্তদান শিবির, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মসূচির মতো বহু উদ্যোগ তারা নিয়েছে।” তিনি সভাপতি নরেশ আগরওয়াল ও তাঁর পুরো টিমের পাশাপাশি মহাবীর স্থান সেবা সমিতির সম্পাদক অরুণ শর্মা ও তাঁর দলকেও ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি নরেশ আগরওয়াল জানান, এদিন প্রায় ২০০ জন প্রয়োজনীয় মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, “এই তীব্র শীতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। কলকাতার কেন্দ্রীয় দপ্তর এবং স্থানীয় স্তরের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সমাজের সবচেয়ে প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখব।”
এই মানবিক উদ্যোগে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকৃত মানুষজনও।
Reviewed by Social Tribal News Journalist
on
January 10, 2026
Rating:

No comments: