কাঁকসা -: সোমবার থেকে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়ে গেল পানাগড় অগ্রগামী ক্রিকেট লীগ। এই বছরই প্রথমবারের জন্য এই লীগ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মূল লক্ষ্য যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং মাঠমুখী করা—এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।
আইপিএলের আদলে আয়োজিত এই ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদাস বক্সী, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নব কুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়জিৎ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি পার্থ দেশমুখ, সম্পাদক শ্যামসুন্দর সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ক্লাবের সম্পাদক শ্যামসুন্দর সিং জানান, ক্রিকেট যেহেতু সর্বস্তরের মানুষের প্রিয় খেলা, তাই আইপিএলের ধাঁচে এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম বছরেই ১২টি দল নিয়ে শুরু হয়েছে এই লীগ। প্রতিযোগিতার আগে আইপিএলের মতোই খেলোয়াড়দের নিলাম পর্ব অনুষ্ঠিত হয়, এরপর দল গঠন করে শুরু হয় খেলা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৮০ হাজার টাকা নগদ পুরস্কার সহ ট্রফি, এবং রানার্স-আপ দল পাবে ৬০ হাজার টাকা নগদ ও ট্রফি। পাশাপাশি, ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত খেলোয়াড়কে দেওয়া হবে একটি স্কুটি, আর ম্যান অফ দ্য ম্যাচ পাবেন একটি সোনার মেডেল।
এই আকর্ষণীয় পুরস্কার ও ভিন্নধর্মী আয়োজনের ফলে পানাগড় ও সংলগ্ন এলাকায় ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:

No comments: