কলকাতা-: আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা আগমনের আগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিতর্ক তীব্র হয়েছে। ওই ম্যাচে পূর্বানুমতি ছাড়া রেফারির দায়িত্ব পালন করার অভিযোগে চারজন রেফারিকে তলব করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। আগামী ২০ জানুয়ারি আইএফএ-র অভ্যন্তরীণ শৃঙ্খলা কমিটির সামনে তাঁদের নিজের বক্তব্য পেশ করতে বলা হয়েছে।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ও ডায়মন্ড হারবার লেজেন্ডসের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়, যা লিওনেল মেসির নির্ধারিত অনুষ্ঠানের ঠিক আগেই আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই ম্যাচে দায়িত্বপ্রাপ্ত চার রেফারি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা কলকাতা রেফারিজ অ্যাসোসিয়েশনের কাছ থেকে বাধ্যতামূলক অনুমতি নেননি। এটিকে নিয়মের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে আইএফএ এবং সেই কারণেই তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, একই দিনে মেসির অনুষ্ঠান চলাকালীন যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে। মেসি মাঠে প্রবেশ করতেই দর্শকদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছবি তোলার হুড়োহুড়িতে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে এবং মাত্র ২২ মিনিটের মধ্যেই মেসিকে মাঠ ছাড়তে হয়। এরপর শুরু হয় ভাঙচুর—মাঠে চেয়ার ও বোতল ছোড়া হয়, গেট ভাঙা হয়, দর্শকরা পিচে নেমে আসে। গ্যালারি ও শৌচাগারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই ঘটনার পর রাজ্য সরকার গোটা বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে। অনুষ্ঠানের আয়োজক শত্রদ্রু দত্তকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তৎকালীন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। পাশাপাশি পুলিশ মহানির্দেশক রাজীব কুমারসহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।
আইএফএ-র শৃঙ্খলা কমিটির বৈঠকে এখন নির্ধারিত হবে, কোন পরিস্থিতিতে রেফারিরা অনুমতি ছাড়া ম্যাচ পরিচালনা করেছিলেন এবং তাঁদের ব্যাখ্যা নিয়মসঙ্গত কি না। কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:

No comments: