কোচবিহার -: যাত্রীদের আরাম ও সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম (এনবিএসটিসি) প্রথমবারের মতো ভলভো স্লিপার বাস পরিষেবা চালু করল। এর আগে নিগমের তরফে বসার ব্যবস্থা-যুক্ত ছ’টি ভলভো বাস ইতিমধ্যেই রাস্তায় নামানো হয়েছে। এবার শুরু হল বহু প্রতীক্ষিত স্লিপার পরিষেবা।
শুক্রবার শিলিগুড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে ছ’টি ভলভো স্লিপার বাস ও সিএনজি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের ইতিহাসে এই প্রথম স্লিপার বাস পরিষেবা চালু হল।
প্রাথমিকভাবে জানা গেছে, এই ভলভো স্লিপার বাসগুলি কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা থেকে পরিচালিত হবে। তবে বাসের নির্দিষ্ট রুট, সময়সূচি ও ভাড়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা হয়নি।
শুক্রবার উদ্বোধনের সময় কোচবিহার বাস টার্মিনাসে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, আগের মতো এবারও নতুন বাস পরিষেবার শুরুতে যাত্রীদের জন্য কয়েকদিন ভাড়ায় ছাড় দেওয়া হতে পারে।
বর্তমানে এনবিএসটিসি-র কাছে প্রায় ৭০০টি বাস রয়েছে, যার মধ্যে প্রতিদিন গড়ে ৫৫০ থেকে ৬০০টি বাস রাস্তায় চলাচল করে। পরিষেবার মান উন্নত করতে নিগম ইতিমধ্যেই ৩০টি সিএনজি বাস কিনেছে এবং খুব শীঘ্রই আরও ৬০টি নতুন বাস বহরে যুক্ত হওয়ার কথা।
তবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে দীঘা রুটে ভলভো বাসে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আপাতত ওই বাসগুলি শিলিগুড়ি–কলকাতা হয়ে দীঘা রুটে চালানো হচ্ছে। ফলে নতুন স্লিপার বাসে যাত্রীসংখ্যা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে।
তার মধ্যেই নিগমের জন্য স্বস্তির খবর—গত ডিসেম্বর মাসে এনবিএসটিসি-র ট্রাফিক রেভিনিউ পৌঁছেছে ১৬ কোটি ৩৯ লক্ষ টাকায়, যা নিগমের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব হিসেবে নথিভুক্ত হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 16, 2026
Rating:

No comments: