কলকাতা -: সল্টলেক স্টেডিয়াম (যুবভারতী ক্রীড়াঙ্গন)-এ ফুটবল মহাতারকা লিওনেল মেসির সম্মান অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলা ও কথিত আর্থিক অনিয়মের মামলায় আয়োজক শতদ্রু দত্তকে সোমবার বিধাননগর মহকুমা আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। আদালত ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং দুই জন জামিনদারের শর্তে তাঁর মুক্তির নির্দেশ দেয়।
গত ১৩ ডিসেম্বর আয়োজিত মেসির ওই অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন মেসি দ্রুত চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু দর্শক। সেই সময় বোতল ও চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুরের ঘটনা ঘটে। বেশ কয়েকজন দর্শকের দাবি, তাঁরা ২০ হাজার টাকা পর্যন্ত দামে টিকিট কেটেও ভিড় ও ভিআইপি অতিথিদের অগ্রাধিকারের কারণে মেসির এক ঝলক দেখার সুযোগ পাননি।
এই ঘটনার পর শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক শুনানিতে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে প্রথমে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত এবং পরে আরও ৯ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল। চলতি মাসে জামিন খারিজ হওয়ার পর তাঁর আইনজীবীর করা একটি বিতর্কিত মন্তব্য—“আমার মক্কেল ৩-০ গোলে এগিয়ে”—নিয়েও ব্যাপক আলোচনা হয়।
সরকারি কৌঁসুলি আদালতে জানান, পুরো অনুষ্ঠানের আয়োজন ঘিরে প্রায় ২৩ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি অনুষ্ঠানের সময়কার হিংসা ও বিশৃঙ্খলায় প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। অভিযোগ পক্ষের আরও দাবি ছিল, শতদ্রু দত্ত একজন প্রভাবশালী ব্যক্তি, তাই জামিন পেলে তিনি পলাতক হতে পারেন।
এই ঘটনা রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলে। বিশৃঙ্খলার পর পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্রীড়া দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 19, 2026
Rating:
.jpg)
No comments: