বীরভূম -: বীরভূম জেলার রামপুরহাট কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হলো লোকসংগীত, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব। শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, রামপুরহাটের মহকুমা শাসক অশ্বিনী বি রাথোর, পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগত সহ জেলা ও মহকুমা প্রশাসনের একাধিক বিশিষ্ট আধিকারিক।
উৎসবের প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নেয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। দিনভর কবিগান, যাত্রাপালা, পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ সহ নানা ধরনের লোকসংস্কৃতির অনুষ্ঠান পরিবেশিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, এই উৎসব চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।
তিন দিনব্যাপী এই উৎসবের মাধ্যমে বাংলার লোকসংস্কৃতি, আদিবাসী ঐতিহ্য ও যাত্রাশিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট গুণীজনেরা।
Reviewed by Social Tribal News Journalist
on
January 17, 2026
Rating:

No comments: