রানিগঞ্জ -: রানিগঞ্জের সিয়ারশোল রাজ ময়দানে অনুষ্ঠিত সাতদিনব্যাপী রানিগঞ্জ বইমেলায় তৃতীয় দিনেও সন্ধ্যা নামতেই দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে বহু মানুষ মেলার আনন্দ উপভোগ করতে হাজির হচ্ছেন।
এবছর বইমেলায় মোট ১০০টি স্লটের মধ্যে ৪৮টি বইয়ের স্টল বসানো হয়েছে। যদিও মেলার মূল আকর্ষণ বই, তবে ‘জয় কেদার’ খাদ্যপণ্যের স্টল এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও মেলাটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। বইয়ের সঙ্গে বিনোদন ও খাদ্যরসিকতার সমন্বয় দর্শনার্থীদের আরও বেশি আকৃষ্ট করছে।
মেলায় রানিগঞ্জের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দিবেন্দু দাস তাঁর পরিবারের সঙ্গে উপস্থিত হন। তিনি জানান, জীবনে তিনি সবসময়ই বই পড়ার ওপর বিশ্বাস রেখে চলেছেন। ব্যস্ত জীবনের মাঝেও বই পড়তে তিনি ভালোবাসেন এবং সুযোগ পেলেই বইয়ের মাধ্যমে নিজের জ্ঞানচর্চা আরও এগিয়ে নিয়ে যান।
মেলার আরেকটি উল্লেখযোগ্য দিক হল শিশুদের জন্য বিপুল সংখ্যক বইয়ের সংগ্রহ। এ প্রসঙ্গে অরবিন্দ সিংঘানিয়া বলেন, বর্তমান সময়ে শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করা সবচেয়ে বড় প্রয়োজন, আর রানিগঞ্জ বইমেলায় সেই প্রচেষ্টা স্পষ্টভাবে চোখে পড়ছে।
অন্যদিকে, আইনজীবী জসরমন কৌর জানান, বাস্তব জীবনে বইয়ের গুরুত্ব অপরিসীম। আজ গুগল ও ডিজিটাল মাধ্যম সহজলভ্য হলেও বই পড়ে যে গভীর জ্ঞান ও উপলব্ধি অর্জন করা যায়, তা অন্য কোথাও সম্ভব নয়। পাশাপাশি, পড়াশোনার মাধ্যমে সময়োপযোগী জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার দক্ষতাও গড়ে ওঠে।
সব মিলিয়ে রানিগঞ্জ বইমেলা কেবল বইয়ের প্রদর্শনী নয়, বরং জ্ঞান, সংস্কৃতি ও বিনোদনের এক গুরুত্বপূর্ণ মিলনমঞ্চে পরিণত হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 18, 2026
Rating:


No comments: