আসানসোল -: পশ্চিম বর্ধমান জেলা অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) কমিটির উদ্যোগে আসানসোলে অনুষ্ঠিত হলো ‘হালতে-হাজরা’ নামে এক বিশাল জনসভা ও কম্বল বিতরণ কর্মসূচি। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রেলপার এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের খান স্ট্রিটে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য AIMIM নেতা তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দানিশ আজিজ। সভার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ বিশেষত পশ্চিম বর্ধমান জেলায় AIMIM-এর সাংগঠনিক ভিত আরও শক্ত করা, দলকে সাধারণ মানুষের এক কার্যকর ও শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলা এবং জেলা ও বিধানসভা স্তরে সংগঠনকে আরও বিস্তৃত করা।
কর্মসূচির অংশ হিসেবে কয়েকশো দুঃস্থ ও প্রয়োজনীয় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে দানিশ আজিজ বলেন, “AIMIM শুধুমাত্র একটি রাজনৈতিক মঞ্চ নয়। এটি এমন একটি সংগঠন, যা সামাজিক দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আমাদের লক্ষ্য সমাজের বঞ্চিত, শোষিত ও সংখ্যালঘু মানুষের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠা।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের মৌলিক সমস্যা—যেমন কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা—নিয়ে উদাসীন। AIMIM এই সব ইস্যু নিয়ে রাজপথ থেকে বিধানসভা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি জানান। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করার কাজ জোরকদমে চলছে বলে তিনি উল্লেখ করেন।
কর্মসূচির শেষে উপস্থিত নেতৃবৃন্দ বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার শপথ নেন।
এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা AIMIM-এর একাধিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা সাধারণ সম্পাদক এজাজ আহমেদ, জেলা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মেরাজ হাশমি, জেলা সহ-সভাপতি আনোয়ার হুসেন, জেলা আইটি ইনচার্জ সাজিদ খান, জেলা কার্যকরী সভাপতি নদিম আখতার, আতিফ মল্লিক, শওহরত আলম, মহম্মদ মনসুর আলম, মহম্মদ শাহজাদ, নিয়াজ আহমেদ সহ আরও অনেকে। এছাড়াও বিপুল সংখ্যক জেলা প্রতিনিধি, বুথ স্তরের কর্মী ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 10, 2026
Rating:

No comments: