দুর্গাপুর -: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে অভিযুক্ত অমরেশ কুমার মণ্ডলকে দোষী সাব্যস্ত করল আদালত। দুর্গাপুর মহকুমা আদালত আজ রায় ঘোষণা করে অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত অমরেশ কুমার মণ্ডল দীর্ঘ কয়েক বছর ধরে বিয়ের আশ্বাস দিয়ে এক মহিলার সঙ্গে সহবাসে লিপ্ত ছিল। পরবর্তীকালে নানা অজুহাত দেখিয়ে তিনি বিয়ে করতে অস্বীকার করেন। বিষয়টি নিয়ে বিরোধ চরমে ওঠে এবং নির্যাতিতা মহিলা ২০২০ সালে অণ্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পর্যাপ্ত প্রমাণ সংগ্রহের পর অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়। দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলে। সাক্ষ্যপ্রমাণ, নথিপত্র এবং উভয় পক্ষের সওয়াল-জবাব খতিয়ে দেখে আদালত অভিযুক্তকে দোষী বলে রায় দেয়।
আজ ঘোষিত রায়ে আদালত জানায়, এই ধরনের অপরাধ সমাজে গুরুতর প্রভাব ফেলে এবং আইন অনুযায়ী এর কঠোর শাস্তি হওয়া জরুরি। আদালতের এই রায় বিয়ে ও সম্মতির সঙ্গে সম্পর্কিত আইন মেনে চলার বিষয়ে সমাজের প্রতি একটি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 18, 2026
Rating:
.jpg)
No comments: