ঝাড়খণ্ডে বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, রিপোর্টিং করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক—মুর্শিদাবাদে উত্তেজনা
মুর্শিদাবাদ -: ঝাড়খণ্ডে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁকে মারধর করে খুন করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির রিপোর্টিং করতে গেলে সাংবাদিক সোমা মাইতির উপর রাস্তায় হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগ। তবে দেশজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে কোনও কার্যকর উদ্যোগ চোখে পড়েনি বলে মত পর্যবেক্ষকদের।
বিশ্লেষকদের মতে, সাংবাদিকরা সমাজের ‘চৌকিদার’। রাজনৈতিক চাপ, হুমকি ও ভয় দেখানোর মধ্যেও তাঁদের পেশাগত দায়িত্ব পালন করে যেতে হয়। বহু ক্ষেত্রে সরকার বা শাসক দল সমালোচনামূলক কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করলেও সাংবাদিকতার কাজ থামানো সম্ভব হয় না।
দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দল বা সরকারের সমালোচনা করলেই সাংবাদিকদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। উত্তরপ্রদেশে সাংবাদিক সিদ্দিক কাপ্পান, পন্না প্রসূন বাজপেয়ী ও অভিসার শর্মার ঘটনার কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, এই প্রবণতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
বিশেষজ্ঞদের মত, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় তাঁদেরই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। আর্থিক অনিশ্চয়তা ও রাজনৈতিক চাপ সত্ত্বেও সাংবাদিকতার স্বাধীনতা বজায় রাখা জরুরি, নচেৎ ভবিষ্যতেও বারবার এমন হামলার ঘটনা ঘটতেই থাকবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 17, 2026
Rating:

No comments: