রানীগঞ্জ -: শীতের কনকনে হাওয়ায় যখন বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের জীবন, ঠিক সেই সময় মানবিকতার অনন্য নজির গড়ল আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ি। শীত মোকাবিলায় পুলিশের এই উদ্যোগে প্রায় এক হাজার প্রয়োজনীয় ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।
পুলিশের এই মানবিক পদক্ষেপে এলাকাজুড়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের কাছে আরও একবার স্পষ্ট হয়ে ওঠে পুলিশের জনকল্যাণমূলক ও সংবেদনশীল ভূমিকা। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিকাশ দত্ত, পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্তার সিং, বল্লভপুর ফাঁড়ির ইনচার্জ সোমেন বন্দ্যোপাধ্যায়, নিমচা ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব গায়েন, কুন্তল হালদার, সমাজসেবী তাপস তিওয়ারি সহ থানার অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রানিগঞ্জ থানার ওসি বিকাশ দত্ত বলেন,
“পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা করা নয়, সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।”
পুলিশের এই উদ্যোগ শীতের দিনে অসহায় মানুষের মুখে যেমন হাসি ফোটাল, তেমনই সমাজে মানবিকতার এক উজ্জ্বল বার্তাও পৌঁছে দিল।
Reviewed by Social Tribal News Journalist
on
January 14, 2026
Rating:

No comments: