Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এক পদে থাকা পুলিশ আধিকারিকদের বদলি





কলকাতা, -: নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার একই পদে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত পুলিশ আধিকারিকদের বদলির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সচিবালয়ের এক শীর্ষ আধিকারিক বৃহস্পতিবার জানান, এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

এই নির্দেশ সেই সমস্ত পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে প্রযোজ্য, যাঁরা নিজেদের গৃহজেলায় কর্মরত রয়েছেন অথবা দীর্ঘদিন ধরে একই পদে বহাল আছেন। আধিকারিকদের মতে, ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ রাজ্যের সমস্ত সিনিয়র পুলিশ আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের ২১ ডিসেম্বর ২০২৩ ও ২৩ ডিসেম্বর ২০০৮ সালের গাইডলাইনের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ঊর্ধ্বে থাকা সকল পুলিশ আধিকারিক, যাঁরা নির্ধারিত মানদণ্ডের আওতায় পড়েন, তাঁদের বাধ্যতামূলকভাবে বদলির তালিকায় আনা হবে।

রাজ্য সরকারের সূত্রে জানা গেছে, এই বদলি প্রক্রিয়ার তদারকির দায়িত্ব সিনিয়র আইপিএস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি ও আইজিপিকে তাঁদের নিজ নিজ দায়িত্বের পাশাপাশি বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়া পুলিশ কমিশনারেটের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

একইভাবে, পশ্চিমাঞ্চলের এডিজি ও আইজিপি তাঁদের এলাকার সঙ্গে সঙ্গে আসানসোল–দুর্গাপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব পালন করবেন। উত্তরবঙ্গের আইজিপি সিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তদারকি করবেন।

নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের আদেশ সম্পূর্ণ ও কঠোরভাবে পালন করতে হবে। কোনও ধরনের ব্যাখ্যা বা স্পষ্টতার প্রয়োজন হলে অবিলম্বে পশ্চিমবঙ্গের এডিজি ও আইজিপি (লিগ্যাল) অথবা এডিজি ও আইজিপি (ল অ্যান্ড অর্ডার)-এর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সমস্ত বদলির আদেশ জারি হওয়ার পর, গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট আগামী ২৪ জানুয়ারির মধ্যে পুলিশ ডিরেক্টরেট ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে জমা দিতে হবে।

উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্গণনা (এসআইআর) প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রেক্ষাপটেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুলিশ আধিকারিকদের বদলির প্রক্রিয়া শুরু করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এক পদে থাকা পুলিশ আধিকারিকদের বদলি নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এক পদে থাকা পুলিশ আধিকারিকদের বদলি Reviewed by Social Tribal News Journalist on January 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.