রণীগঞ্জ -: আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন রণীগঞ্জ থানার উদ্যোগে এবং পৌষ সংক্রান্তি উপলক্ষে নিমচা পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে নিমচা ফাঁড়ি এলাকার পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় এবং খাবারের ব্যবস্থাও করা হয়।
শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের রক্ষা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ প্রশাসন। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশের এই মানবিক ভূমিকা প্রশংসা কুড়িয়েছে সর্বস্তরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ বিকাশ দত্ত, নিমচা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব গাইন, পাঞ্জাবি মোড় ফাড়ির ইনচার্জ কর্তার সিং , জয়ন্ত সরকার ,সমাজসেবী তাপস তিওয়ারি সহ রণীগঞ্জ থানার একাধিক পুলিশ আধিকারিক।
পুলিশ প্রশাসনের এই উদ্যোগে উপকৃত মানুষের মুখে স্বস্তি ও আনন্দের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রণীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ বিকাশ দত্ত বলেন,
“পুলিশ জনসাধারণের শত্রু নয়, পুলিশ জনসাধারণের প্রকৃত বন্ধু। পুলিশ জনকল্যাণমূলক সেবার জন্য নিজেদের পরিবার ছেড়ে দূর-দূরান্তে সরকারের হয়ে মানুষের পাশে থেকে কাজ করে। আপনাদের কোনো সমস্যা থাকলে আইন নিজের হাতে তুলে নেবেন না, সরাসরি থানার সঙ্গে যোগাযোগ করুন। থানা সবসময় আপনাদের পাশে রয়েছে।”
এই মানবিক কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হলো—আইন রক্ষার পাশাপাশি সমাজসেবায়ও অগ্রণী ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন।
Reviewed by Social Tribal News Journalist
on
January 15, 2026
Rating:

No comments: