রানিগঞ্জ -: রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুন এগারা এলাকায় ভক্তিভাব ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হলো রামপূজা। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী আগ্নিমিত্রা পাল। দীর্ঘ কয়েক বছর ধরে যুব বিজেপি নেতা অভিকের উদ্যোগে নিয়মিতভাবেই এই রামপূজার আয়োজন হয়ে আসছে। চলতি বছরেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আয়োজিত এই পূজায় অংশ নিতে আসেন বিধায়ক।
পূজা মণ্ডপে বক্তব্য রাখতে গিয়ে আগ্নিমিত্রা পাল বলেন, “মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম সর্বদা রামরাজ্যের কথা বলেছেন। আর আগামী তিন মাসের মধ্যেই বাংলায় রামরাজ্যের প্রতিষ্ঠা হতে চলেছে।” তিনি বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “আজ বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এমন কোনও ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি নেই। রাজ্যে নারীরা নিরাপদ নন, কর্মসংস্থান নেই, বেকারত্ব চরমে পৌঁছেছে এবং শিল্পায়ন কার্যত থমকে গেছে।”
তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিধায়ক বলেন, “আগে যেখানে কয়লা ও বালুর অবৈধ কারবার চলত, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রীর ফাইল চুরির মতো ঘটনা—যা নজিরবিহীন ও বিস্ময়কর।”
তিনি আরও বলেন, “বাংলার যুবসমাজের সামনে কোনও ভবিষ্যৎ নেই বলেই তাদের বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হতে হচ্ছে।” স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে আগ্নিমিত্রা পাল বলেন, “নরেন্দ্রনাথ দত্ত, যাঁকে আমরা স্বামী বিবেকানন্দ নামে চিনি, তিনি বলেছিলেন—হিন্দু হওয়ার গর্ব থাকতে হবে। কিন্তু আজ বাংলায় হিন্দু হওয়াটাই যেন অপরাধে পরিণত হয়েছে। তবে দিল্লিতে আরেকজন নরেন্দ্র রয়েছেন, যিনি সব দেখছেন। তাঁর নেতৃত্বেই আগামী কয়েক মাসের মধ্যে বাংলায় পরিবর্তন আসবে এবং এখানকার হিন্দুরা মাথা উঁচু করে দাঁড়াবে।”
সবশেষে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, “এক-একটি ভোটের মূল্য অপরিসীম। তাই সবাইকে অত্যন্ত ভেবে-চিন্তে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
Reviewed by Social Tribal News Journalist
on
January 12, 2026
Rating:

No comments: