জামুড়িয়া -: শীতের তীব্রতা বাড়তেই দুঃস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। আসানসোল পুরনিগমের জামুড়িয়া বরো–১ এর অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের নন্দী কোটালপাড়া এলাকায় রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃদুল চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরিরাম সিং। তিনি নিজ হাতে এলাকার দুঃস্থ ও প্রয়োজনীয় মানুষের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হরিরাম সিং বলেন, “তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি করে না, সমাজের প্রান্তিক ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজসেবার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”
অন্যদিকে, ওয়ার্ড কাউন্সিলর মৃদুল চক্রবর্তী জানান, প্রবল শীতের কথা মাথায় রেখে এলাকার আর্থিকভাবে দুর্বল মানুষদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে মোট ১৫০ জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।”
এই উদ্যোগে খুশি ও উপকৃত এলাকার সাধারণ মানুষ।
Reviewed by Social Tribal News Journalist
on
January 18, 2026
Rating:

No comments: