মকর সংক্রান্তিতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত জয়দেব কেন্দুলী মেলায় কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের অভিনব উদ্যোগ
বীরভূম, জয়দেব কেন্দুলী -: পৌষ সংক্রান্তির পুণ্যলগ্নে শুরু হয়েছে বীরভূমের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জয়দেব মেলা–২০২৬। প্রতি বছরের মতো এ বছরও ১৪ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে চলবে এই মেলা। বীরভূম জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম এই মেলা আজ বাউল মেলা হিসেবেই সর্বাধিক পরিচিত।
মেলার সূচনালগ্ন থেকেই আবেগ, উৎসাহ ও উদ্দীপনায় উপচে পড়ছে জয়দেব কেন্দুলী। লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থীর ঢল নেমেছে কেন্দুলীতে। ভোর থেকেই অজয় নদে শুরু হয়েছে মকরের পুণ্যস্নান। আখড়ায় আখড়ায় বাউল গান ও কীর্তনের সুরে মুখরিত হয়ে উঠেছে জয়দেবের আকাশ-বাতাস।
এই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে মেলায় আগত পুণ্যার্থীদের জন্য নেওয়া হয়েছে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি।
মেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী সারাক্ষণ মেলা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং অসুস্থ মানুষদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নিয়োজিত রয়েছেন।
IQ City মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এই চিকিৎসা পরিষেবা পরিচালিত হচ্ছে বলে জানান কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আজিজুল হক। তিনি বলেন, “পুণ্যার্থীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যই আমাদের প্রধান লক্ষ্য।”
অন্যদিকে, বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর জয়দেব মেলাকে সম্পূর্ণ নির্মল ও প্লাস্টিক-মুক্ত করার বিশেষ অভিযান শুরু হয়েছে।
‘জয়দেবের গর্জন—প্লাস্টিক বর্জন’ বার্তাকে সামনে রেখে পরিবেশ রক্ষায় সচেতনতার ডাক দেওয়া হয়েছে সর্বস্তরের মানুষের কাছে।
ঐতিহ্য, ভক্তি, সংস্কৃতি ও মানবিকতার মেলবন্ধনে এভাবেই জয়দেব কেন্দুলী মেলা–২০২৬ হয়ে উঠেছে এক অনুকরণীয় উৎসব।
Reviewed by Social Tribal News Journalist
on
January 15, 2026
Rating:

No comments: