কালিপাহাড়ি মোড়ে ডাম্পার–ট্রেলারের ভয়াবহ সংঘর্ষ, আহত ২ বারবার দুর্ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
আসানসোল -: মঙ্গলবার গভীর রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জাতীয় সড়ক–১৯-এর কালিপাহাড়ি মোড়ে একটি ডাম্পার ও একটি ট্রেলারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ট্রেলার চালক ও এক খালাসি আহত হন। দুর্ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিপাহাড়ি মোড়ের ট্র্যাফিক সিগন্যালের কাছে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে জুবিলি মোড় দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রেলার সজোরে ধাক্কা মারে। অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই ট্রেলার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রেলারটি ডিভাইডারের ওপর উঠে যায়।
অল্পের জন্য রক্ষা বড় বিপদ
দুর্ঘটনায় ট্রেলার চালক ও এক খালাসি সামান্য আহত হলেও সৌভাগ্যবশত কোনও বড় প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় আহতদের গাড়ি থেকে বের করে আনা হয়।
স্থানীয়দের উদ্যোগে উদ্ধার, পরে পুলিশি সহায়তা
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠায়।
কিছু সময় স্তব্ধ যান চলাচল
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেপরোয়া গতি ও অসতর্কতাই এই দুর্ঘটনার মূল কারণ।
দুর্ঘটনাপ্রবণ কালিপাহাড়ি মোড়, ক্ষোভে সাধারণ মানুষ
স্থানীয়দের অভিযোগ, কালিপাহাড়ি মোড় এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের অভাব ও গতি সীমা না মানার ফলে এই এলাকা ক্রমেই দুর্ঘটনাপ্রবণ জোনে পরিণত হচ্ছে। প্রশাসনের কাছে কড়া নজরদারি ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
January 14, 2026
Rating:

No comments: